শুভম চক্রবর্তী: একটু বেশি বর্ষা হলেই ঘাটালবাসীর কপালে চিন্তার ভাঁজ ঠিক যে কারণে পড়ে তা হল বন্যা। আর ফি বছর বন্যায় ও বন্যা পরবর্তী সময়ে সাপের কামড়ে এলাকায় মৃত্যুর সংখ্যাও চমকে দেওয়ার মতো। সাপ সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের ভয়, অজ্ঞতা এবং তার চেয়েও বেশি কুসংস্কার যুগ যুগ ধরে চলে এসেছে। আর এর ফলে যতটা বিপদে পড়েছে সাধারণ মানুষ ঠিক ততটাই বিপদে সর্পকুল। কুসংস্কারের বশে সঠিক চিকিৎসা না করে ওঝার উপর অগাধ বিশ্বাস রেখে যেমন প্রাণ গেছে অসংখ্য মানুষের ঠিক তেমনভাবেই অজ্ঞতার কারণে বিষধর সাপ ভেবে দিনের পর দিন হত্যা করার ফলে পুঁয়ে, বেত আছড়া,তুতুর,মেটেলী সাপের মতো বেশ কিছু নিরীহ নির্বিষ প্রজাতি বিলুপ্তির মুখে। এর থেকে সমাধান খুঁজতে প্রথাগত পদ্ধতিতে লিফলেট ব্যানার ইত্যাদির মাধ্যমে প্রচার চালিয়েও তেমনভাবে সাড়া না পাওয়ায় এবার নবপ্রজন্মের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ‘স্নেক বাইট অ্যান্ড পয়জন ইনফর্মেশন’ নামেএকটি মোবাইল অ্যাপস চালু করেছে।
চিকিৎসকদের একাংশের মতে অধিকাংশ ক্ষেত্রেই সাপে কাটা রোগীর সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় মৃত্যু ঘটে। সমস্যা আরও বাড়ে যখন অজ্ঞতার কারণে বা কুসংস্কারের বশে রোগীর আত্মীয়রা বাড়িতেই নিজের মতো চিকিৎসা শুরু করে দেন।
রাজ্য সরকারের চালু করা এই মোবাইল অ্যাপসটিতে বাংলা ও ইংরেজি ভাষায় সাপ সম্পর্কিত যাবতীয় তথ্য আছে। রঙিন চিত্র সহ দেখানো হয়েছে কোন টি বিষধর এবং কোনটি নির্বিষ সাপ। সাপ কামড়ালে কি করা উচিত কি করা উচিত নয় প্রাথমিক চিকিৎসা কিভাবে করা উচিত এই সমস্ত তথ্যের পাশাপাশি রয়েছে একটি নিঃশুল্ক ফোন নম্বর। যেখানে ফোন করে সাধারন মানুষও বিশেষজ্ঞের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ পেতে পারেন।গ্রামীণ এলাকার অল্প শিক্ষিত মানুষদের কথা মাথায় রেখে লিখিত তথ্যের পাশাপাশি অডিও পদ্ধতিতেও সমস্ত তথ্য জানানোর ব্যবস্থা রয়েছে এমনকি বেশ কিছু ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে করণীয় বিষয়গুলি কী কী।
যে কোনও স্মার্টফোন ব্যবহারকারী অতি সহজেই এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্য সরকারের তরফ থেকে এই অসাধারণ অ্যাপসটি বেশ কিছুদিন আগে চালু করা হলেও প্রচারের অভাবে সাধারণ মানুষের মধ্যে এখনো সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। •অ্যাপের লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=com.rmspl.wbhealth.vpis.data.ui&hl=en