দীর্ঘদিন ধরে একাধিক কারচুপির অভিযোগ ছিল গ্রামবাসীর তারই মাঝে বিদ্যালয় চুরি। গ্রামবাসীদের অভিযোগ সে চুরির ঘটনাও জানানো হয়নি থানায়। এরই প্রতিবাদে আজ সোমবার সাতসকালেই বিদ্যালয় চত্ত্বরে দেখাগেল একাধিক পোস্টার।
ঘটনা দাসপুর থানার পার্বতীপুর মুকুন্দপুর দেশপ্রাণ উচ্চবিদ্যালয়ের। স্থানীয় বাসিন্দা জয়দেব মান্না বলেন,কে বা কারা পোস্টার দিয়েছে তা আমরা জানিনা। তবে আমাদের এই বিদ্যালয়ে অনেক দুর্নীতির অভিযোগ আছে। বিদ্যালয়ের হোস্টেল,মিড ডে মিল,ভোকেশনাল কোর্সে একাধিক কারচুপি আছে বলে শুনেছিলাম। সম্প্রতি বিদ্যালয়ে চুরি হয় গ্রামবাসীরা বলেন, সে চুরির অভিযোগ থানায় দায়ের করেননি প্রধান শিক্ষক। এ থেকে আমাদের ধারণা বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারাই তথ্য লোপাটের জন্য স্কুল চুরি করানো হতেপারে। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত পাল মুখ খুলতে চাননি।