এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গয়লাখালিতে টোটো দুর্ঘটনা

Published on: October 28, 2018 । 10:10 PM

শ্রীকান্ত ভুঁইঞা:  আজ ২৮ অক্টোবর রাত ৯টা নাগাদ জগন্নাথপুর গয়লাখালীতে পিকআপ ভ্যান ও টোটোর সংঘর্ষে আহত ৪জন। ঘটনাটি ঘটে   খুকুড়দহ লক্ষ্মী পুজোর মেলা দেখে যখন দর্শনার্থীরা বাড়ি ফেরেন তখন। ওই সময় দুর্ঘটনার কবলে পড়ে জগন্নাথপুরের চার জন টোটোযাত্রী। ওই টোটোকে পিকআপ ভ্যান ধাক্কা মারায় টোটো সমেত যাত্রীরা নয়ানজুলিতে পড়ে যান।  মেলা দেখে ফেরার পথে পার্বতীপুরের বাসিন্দা লক্ষ্মী কান্ত চক্রবর্তী ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এবং বাইকে করে আহতদের বাড়ি পৌঁছে দেন। ছবি ও তথ্য লক্ষ্মীকান্ত চক্রবর্তী।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।