ঘাটাল-পাঁশকুড়া রাস্তার বাসের মধ্যেই ১৫ লক্ষ টাকা ছিনতাই, পরে গ্রেপ্তার ৬, উদ্ধার মাত্র ৯০ হাজার

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার জালালপুরের বাসিন্দা মিলন দণ্ডপাঠক এক স্বর্ণ ব্যবসায়ী ১৫ লক্ষ টাকা ব্যাগে করে নিয়ে বাসে করে বাড়ি ফিরিছিলেন। সেই সময় যশোড়ার কাছে বাসের মধ্যেই তাঁর ব্যাগ থেকে ১৫ লক্ষ টাকা ছিনতাই হয়। দুষ্কৃতীরা বাস থেকে নেমে পালানোর সঙ্গে সঙ্গে মিলনবাবুও বাস থেকে নেমে পিছু ধাওয়া করেন। একজনকে ধরে ফেলেন। পুলিশকে খবর দেওয়া হয়। পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে ধৃতকে জেরা করে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। ১৫লক্ষ টাকা ছিনতাই হলেও পুলিশ মাত্র ৯০হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে। পুরো খবরটি দেখুন…

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/