দাসপুর-২ ব্লকের বেনাই গ্রামপঞ্চায়েতে পাল পাড়া আই.সি.ডি.এস কেন্দ্রের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসি৷ বাসিন্দাদের অভিযোগ ওই কেন্দ্রের কর্মী হামেশাই কেন্দ্রটি বন্ধ করে রাখেন৷ যার জেরে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রী ও প্রসূতি মা দের৷ এছাড়াও ওই কেন্দ্র থেকে যে খাওয়ার সরবরাহ করা হয় তার গুনগত মান নিয়েও প্রশ্ন তুলেন বাসীন্দারা৷ স্থানীয় বাসিন্দা তপন বর,পূর্ণিমা খান একই সুরে বলেন,আমরা বহুদিন ধরেই বিষয়টি লক্ষ করছিলাম দিদিমনি অনিয়মিত স্কুলে আসছেন, আজ সকলে সকলে মিলে জোট বেঁধে প্রতিবাদ জানিয়েছি৷
বিষয়টি নিয়ে দাসপুর শিশু বিকাশ প্রকল্পের আধিকারীক পল্লবি পালুই বলেন, বিষয়টি শুনেছি৷ তদন্ত করে দেখা হবে ওই কর্মীর তরফে কোন রকম গাফিলতি আছে কীনা! যদি তদন্তে সঠিক প্রমানিত হয় তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে৷