সুদীপ্ত শেঠ,দাসপুর: স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় ১২৫ তম বর্ষ উদযাপনে অংশনিল দাসপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ আজ দাসপুর-১ ও দাসপুর-২ ব্লকের তরফে পৃথক ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ দাসপুর-১ ব্লকে তরফে নাড়াজোল এস.আই অফিসে ও দাসপুর-২ ব্লকের তরফে সোনাখালি উচ্চ বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের অয়োজন করা হয়েছিল৷ এস.আই অফিসে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাড়াজোল-১ চক্রের এস.আই তুহিন মন্ডল ,শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সুব্রত বুড়াই প্রমুখ৷ অপরদিকে দাসপুর-২ ব্লকের সোনাখালি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখেন জয়েন্ট বি.ডি.ও পরিমল সাউ, ব্লক সভাপতি প্রতিমা দোলুই প্রমুখ৷ ওই দুটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গান, কবিতা,নৃত্য পরিবেশন করে৷ এছাড়াও অনুষ্ঠানের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিবেকানন্দের জীবনের উপর গ্রুপ ভিত্তিক প্রশ্ন-উত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানের শেষে ব্লকের তরফে সফলদের পুরস্কার তুলে দেওয়া হয়৷