অভিজিৎ সাহা,গড়বেতা: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করার বিরুদ্ধে সোমবার গৃহশিক্ষক কল্যান সমিতির গড়বেতা ইউনিট বি.ডি.ও. , শিক্ষা কর্মাধ্যক্ষের কাছে ডেপুটেশন দেয় ৷ এদিন সমিতির প্রায় ২৫০ জন গৃহশিক্ষক সভা এবং ডেপুটেশনে উপস্থিত হয় ৷ সমিতির জেলা সভাপতি অমর ঘোষ বলেন, ” শিক্ষার আইন অনুযায়ী কোনো স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না ৷ কিন্তু কতিপয় স্কুল শিক্ষক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং প্রাক্টিক্যালে নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে ছাত্র-ছাত্রীদের তাদের কাছে টিউশন পড়তে বাধ্য করছেন ৷ আর স্কুলে ঠিক মতো ক্লাস না করিয়ে ফেসবুক, হোয়াটস আপ করে সময় কাটাচ্ছেন ৷ আমরা চাই শিক্ষার সঠিক মানোন্নয়োন ৷” কয়েকদিন আগে গড়বেতা-৩ বিডিও অফিসে জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডির উপস্থিতিতে বিডিও,এস.আই,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং গড়বেতা-৩ এর সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বিষয়ে মিটিং হয় ৷ সেখানে জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন, সমস্ত স্কুল শিক্ষককে আইনের মান্যতা দিয়ে প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে ৷
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp