নতুন রাস্তা তৈরির দাবি নিয়ে বহুবার পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনেরকাছে দরবার করেছেন এলাকার বাসিন্দারা৷ কিন্তু নির্বাচনের আগে থেকে কেবল আশ্বাস ছাড়া কিছুই মেলেনি৷ দাসপুর -২ ব্লকের গৌরা রানা পাড়া থেকে রামপুর যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা বহুদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে অভিযোগ এলাকাবাসীর৷ অথচ ওই রাস্তার উপর ভর করেই স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অফিস যাত্রীরা নিত্য যাতায়াত করেণ৷ রোগী নিয়ে সদর হাসপাতেলে যেতে হলে চুড়ান্ত সমস্যায় পড়তে হয় রোগীর পরিজনেদের৷ বর্ষায় রাস্তার দুই ধারে আগাছা জঙ্গলে পরিনত হয়েছে৷ রাস্তায় সন্ধে নামলে সাপের ভয়ে পা ফেলাও মুসকিল হয়ে দাড়িয়েছে এলাকার বাসিন্দাদের৷ পঞ্চায়েতের উদাসিনতা দেখে এবার নিজেরাই রাস্তার দুই ধার সাফাই করতে উদ্যোগী হল গৌরা পূর্বপাড়া এলাকার বাসিন্দারা৷ আজ ২ সেপ্টম্বর সকালে ওই এলাকার বেশ কয়েকজন উদ্যোগী হয়ে রাস্তার বেশ কিছুটা অংশ সাফাই করেন৷ ওই এলাকার বাসিন্দারা বলেন, রাস্তার দুই দিক যতটা পেরেছি আমরা আজ পরিচ্ছন্ন করেছি৷ আগামী দিনে যদি সরকারী ভাবে রাস্তা সংস্কার না হয় তবে আবারও রাস্তার দাবীতে আন্দোলনে নামবে এলাকার সাধারণ মানুষ৷
Home এই মুহূর্তে অন্যান্য রাস্তা দুইধার পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযানে নামলো দাসপুরের গৌরা পূর্বপাড়া এলাকার বাসিন্দারা