এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রক্তদান ক্যালেন্ডার প্রকাশ করল ডি.ওয়াই.এফ.আই

Published on: January 23, 2019 । 9:11 PM

রক্তদান ক্যালেন্ডার প্রকাশ করল ডি.ওয়াই.এফ.আই৷ আগামী ১১ মাসে কোন সময়ে রক্তদান শিবির আয়োজন করা হবে তা সম্ভাব্য সময় বেঁধে দেওয়া হয়েছে ওই বর্ষপঞ্জীতে৷ পশ্চিম মেদিনীপুর জেলা ডি.ওয়াই.এফ.আই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী নেওয়া হয়। আজ ২৩ জানুয়ারী ওই সংগঠনের চন্দ্রকোনা লোকাল কমিটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। চন্দ্রকোনা টাউন বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিক ভাবে রক্তদান ক্যালেন্ডার প্রকাশ করেন সংগঠনের রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি রঞ্জিত পাল, সম্পাদক সুমিত অধিকারী, চন্দ্রকোনা টাউন লোকাল কমিটির সভাপতি আশিষ বেরা ও সম্পাদক পাভেল সাঁতরা প্রমুখ। জেলা সদস্য রঞ্জিতবাবু বলেন, রক্তদাতাদের আগাম বার্তা দেওয়ার উদ্দেশ্যে ও ব্লাডব্যাঙ্কগুলিতে বছর ব্যাপি রক্তের যে অভাব তা মেটাতে সংগঠনের পক্ষে এই উদ্যোগ অনেক আগেই নেওয়া হয়েছিল৷ আজ বর্ষপঞ্জীর প্রকাশের মাধ্যমে তার আনুষ্ঠানিক সূচনা হল৷

বান্টি

▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪