সৌমেন মিশ্র: দাসপুরের কুঞ্জপুরে পালিত হল বীরসা মুণ্ডার ১৪৫ জন্মদিবস। কোল সমাজ হায়াম সানাগম নামে দাসপুর ১ব্লকের পাঁঁচবেড়িয়া অঞ্চল কমিটির এই সোসাইটির উদ্যোগে পালিত হয় বিরসা মুণ্ডার জন্ম দিবস।
অন্যদিকে দাসপুরের সামাটেও এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বিরসা মুন্ডার জন্ম দিবস পালন করে এবিভিপিএর দাসপুর নগর শাখা। এবিভিপির পক্ষে অনুভব মিশ্র জানান,জন্মদিবস পালনের পাশাপাশি তাঁরা আদিবাসীদের মধ্যে কিছু খাবার ও বস্ত্রও বিতরণ করেন।
১৫ নভেম্বর ১৮৭৫ সালে তৎকালিন বিহার বর্তমান ঝাড়খন্ড রাজ্যের রাচির উলিহাতু গ্রামে জন্ম গ্রহণ করেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে ‘মুন্ডা বিদ্রোহ’ সংগঠিত হয়।এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় ‘উলগুলান’। যার অর্থ ‘প্রবল বিক্ষোভ’। ৯ই জুন ১৯০০ সালে রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে তাঁর মৃত্যু ঘটে।