রতন গিরি,মেদিনীপুর:পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে পথ নিরাপত্তা নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক মাস ধরে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল মেদিনীপুর শহরের এল আই সি মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে । উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উত্তরা সিং হাজরা , সহ-সভাধিপতি অজিত মাইতি , জেলা শাষক পি. মোহন গান্ধী , জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া , কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি , জেলার ট্রাফিক পুলিশের আধিকারিকবৃন্দ । সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা আইনগুলো যথাযথভাবে মেনে চলার অভ্যাস গড়ে তোলার দিকে জোর দেন বক্তারা । পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান , আগামী দিনে পথ নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগের উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাবস্থা গড়ে তোলা হচ্ছে ।