মন্দিরে প্রসাদ খেয়ে একের পর এক ভক্ত মারা যাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় ১০,মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের চামারাজনগর জেলার সোলওয়াদি গ্ৰামের হানুর তালুকে। সেখানে একটি মন্দিরের শুভ উদ্বোধন ছিল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের ভিড় জমে। ভক্তদের মধ্যে প্রসাদ দেওয়া হলে তা গ্রহনের পর পরই একে ভক্ত অসুস্থতা অনুভব করলে তৎক্ষনাৎ অসুস্থদের স্থানীয় মাইসোর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানাযাচ্ছে। হাসপাতালে প্রায় ৮০ জন ভর্তি হয়েছেন বলে জানাগেছে। তবে এখনও অনেকেই অচৈতন্য অবস্থায় আছে। এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী দুঃখ প্রকাশ করে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









