সাত দিন যেতে না যেতেই তৃণমূল ছেড়ে ফের সিপিএম দলে যোগ দিলেন দাসপুর-২ ব্লকের বেনাই গ্রামপঞ্চায়েতের সিপিএম এর পঞ্চায়েত সদস্য শক্তি ফদিকার৷ গত ২৫ ডিসেম্বর তৃণমূলের প্রস্তুতি সভায় মন্ত্রী সৌমেন মহাপাত্রের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে ছিলেন শক্তিবাবু৷ আজ ৫ জানুয়ারী সিপিএম এর সভায় যোগ দিতে দেখা গেল শক্তিবাবুকে৷ দল বদল প্রসঙ্গে শক্তিবাবু সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান, গ্রামে সেচ মন্ত্রী আসবেন,তাই পঞ্চায়েত সদস্য হিসেবে সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ওটা যে তৃণমূলের দলিয় সভা তা তিনি জানতেন না! এক প্রকার হটাৎ করেই মাইকে নাম ঘোষণা করে তাঁকে মঞ্চে ডাকা হয়৷ তাঁর পরে হাতে পতাকা তুলে দেন সয়ং মন্ত্রী৷ তবে তিনি যে এখনও সিপিএম এই রয়েছেন সেই অবস্থান নিজেই স্পষ্ট করেন৷ সিপিএম নেতা রঞ্জীত পাল বলেন, তৃণমূলের নেতা থেকে মন্ত্রী সবাই ষড়যন্ত্রে লিপ্ত তা মানুষ বুঝতে পারছে৷ আমরা বামপন্থীরা কখনো এমন নোংরা রাজনীতিতে বিশ্বাস করিনা৷ এমন ঘটনাই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে৷
এই বিষয়ে দাসপুর-২ ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি জিতেন্দ্রনাথ নায়েক বলেন, সার্থ দেখে উনি দলে যোগ দিয়ে ছিলেন৷ দলের নিয়ম শৃঙ্খলা দেখে উনি তাড়াতাড়ি, বুঝে গিয়েছেন ওটা সম্ভব নয়৷