সকাল থেকেই জমে উঠেছে দাসপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন সুজানগর গ্রামের প্রদ্যোৎ শিশু উদ্যানে এবারের বড় দিনের পিকনিক। শত শত মানুষ এলাকা ও এলাকার বাইরে থেকেও এখানে সাহেবের বড়দিনকে একটু অন্যভাবে পালন করতে এসেছে।
গত বছরই আনুষ্ঠানিকভাবে এই শিশু উদ্যানের উদ্বোধন হয়েছে। দাসপুর-১ গ্রাম পঞ্চায়েত ও দাসপুর-১ পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে নির্মিত হয়েছে এই শিশু উদ্যান। শিশুদের জন্য রয়েছে নানা ধরনের দোলনা ও খেলার সামগ্রী সহযোগে শিশু উদ্যান। পাশাপাশি রয়েছে বনভোজনেরও সুবিধা।
পার্ক বা শিশু উদ্যানের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেও এই স্থান শিমলা বা শিমুলিয়ার দ নামে পরিচিত ছিল। এখানে শিলাবতীর নিম্নগতিতে সৃষ্ট হয়েছে এক অশ্বখুরাকৃতি হ্রদ। এখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে এবং পিকনিক করতে আগে থেকেই প্রতি বছর বড়দিন ও ইংরেজি নতুন বছরে মানুষের ভিড় জমত। এখন গাড়ি পার্কিং, পানীয় জল,শৌচালয়ের মত অতি প্রয়োজনীয় বিষয়গুলির সুবিধা হওয়ায় ভিড় আগের থেকে অনেক বেশি হচ্ছে।
পার্ক কর্তৃপক্ষের থেকে জানা গেছে পিকনিকের জন্য যাবতীয় সুযোগ সুবিধা তারা রেখেছেন। অপৃতিকর ঘটনা এড়াতে মোতায়েন আছে দাসপুর পুলিস।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp