এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বৃষ্টি বাধা! মাথায় হাত ব্যবসায়ীদের

Published on: November 7, 2018 । 9:47 AM

ওয়েব ডেস্ক,ঘাটাল:বৃষ্টি বাধা! কালীপুজো শেষ মানেই পরেরদিন থেকে ভাইফোঁটা অবধি রমরমা বাজার।
মাছ,মাংস,সবজি দোকানে ঠাঁই মেলা ভার।
কিন্তু কালীপুজোর রাত থেকে অকাল বৃষ্টি বাধ সেধেছে!
বুধবার সকাল থেকেই গোমড়া মুখ আকাশের। হাঁটু সমান জল বিভিন্ন বাজার এবং রাস্তায়।
সামনেই শীতের ভ্রুকুটি তার উপর এমন আবহাওয়া। মাথায় হাত ক্রেতা ও বিক্রেতাদের।
ছবিটি রাজনগর বাজারের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭