প্রেমিকাকে ফিরে পেতে ধরনায় বসে গ্রেপ্তার প্রেমিক

মনসারাম কর: ঘাটালেও প্রেমিকাকে ফিরে পেতে ধরনা। কিন্তু ধরনা দিয়েও প্রেমিকা ফিরে পেলেন না প্রেমিক। বরং প্রেমিকার অভিযোগের ভিত্তিতেই বন্ধু সহ গ্রেপ্তার হলেন প্রেমিক।   ১৮ জুলাই এমনই ঘটনা ঘটেছে  ঘাটাল থানার খাসবাড় গোলঞ্চতলায়।  বর্তমানে হুগলির খানাকুল থানার মদনবাটি গ্রামের বাসিন্দা প্রেমিক মনোজিৎ হাইত বন্ধু সহ  ঘাটাল থানায়।  মনোজিতের প্রেমিকার বাড়ি ঘাটাল থানার খাসবাড়ে।  মনোজিৎ বলেন, তাঁর প্রেমিকা তখনও সাবালিকা হয়নি। সেই থেকেই তাঁদের প্রেম। প্রেমিকাকে নিয়ে এক সময় বহু জায়গায় বাইকে করে ঘুরেছেন। কতো স্বপ্ন দেখেছেন। ছবি তুলেছেন। দুজনে বিয়ে করার উদ্দেশ্যে ১৮ বছর বয়স হবার আগেই প্রেমিকাকে নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন। কিন্তু পুলিশের জাল থেকে  বেরোতে পারেননি । তাই ফিরে আসতে হয়েছিল। সেই থেকেই দুজনে ছাড়াছাড়ি। কথা ছিল ১৮ পূরণ হলেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু প্রেমিকা আর নাকি পাত্তা দেননি। সোশ্যালমিডিয়ার অনুপ্রেরণায় আজ ১৮ জুলাই প্রেমিকাকে ফিরে পেতে বন্ধুদের নিয়ে  খাসবাড়ে ধরনা বসেন। কিন্তু লক্ষ্য পূরণ হল না। প্রেমিকার অভিযোগের ভিত্তিতেই মনোজিৎ ও তাঁর দুই বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করে। প্রতিবেশীরা অবশ্য ওই প্রেমের কথা অস্বীকারই করছেন। তাঁরা বলেন, যার কথা মনোজিৎ বলছেন তার সঙ্গে কারোর প্রেমই ছিল না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।