সুদীপ্ত শেঠ,কেলেগোদা: দাসপুর-২ ব্লকের তাজপুর গ্রামের বেশকিছু চাষী প্রস্তাবিত কেলেগোদা থেকে বারাসাত পর্যন্ত পাকা রাস্তা তৈরির জন্য জমি দিতে অনিচ্ছুক হওয়ার কারনে আপাতত বন্ধ হয়ে রয়েছে ওই সড়ক পথ তৈরির কাজ৷ এমন কী ওই চাষীরা সমবেত ভাবে রাস্তা তৈরির যন্ত্রগুলিকেও আটকে রেখেছিল বলে স্থানীয়দের অভিযোগ৷ আজ ২ অক্টোবর ওই সড়ক পথ দ্রুত তৈরির দাবিতে পথে নেমে প্রতিবাদ করল গ্রামবাসীরা৷ কেলেগোদা গ্রামের বাসিন্দা জয়ন্ত দুয়ারী বলেন, ওই রাস্তা তৈরি হলে গ্রামের বহু মানুষের উপকার হবে৷ প্রস্তাবিত সোনাখালী থানা যদি বাস্তবায়িত হয় তবে তার সুবিধা ভোগ করবে ৬টি গ্রাম পঞ্চায়েতের বাসীন্দারা৷ আমরা গ্রামবাসীরা দ্রুত রাস্তার কাজ সমাপ্ত করার দাবি জানিয়ে আজ মিছিল করেছি৷ আশা করছি সমস্যার সমাধানে প্রশাসন আমাদের সবরকম ভাবে সাহায্য করবে৷