কালীপুজোর অনুষ্ঠান করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শিশুশিল্পীদের নৃত্যের দল৷ গত রাতে দুর্ঘটনাটি ঘটে দাসপুর থানার কুমারচকে কালীমন্দির লাগোয়া এলাকায়৷ ট্রেকারটিতে ১৫ জন শিল্পী ছিল বলে জানা গিয়েছে৷ স্থানীয়রা উদ্ধারকার্যে হাত লাগান৷ ওই ঘটনায় বেশ কয়েকজনের চোট ঘোরতর৷ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়৷

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











