আজ ২১ জানুয়ারি দাসপুর-২ ব্লকের উত্তর মণ্ডলের পক্ষ থেকে দাসপুর-২ বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হল। ওই ডেপুটেশনের নেতৃত্ব দেন ভগীরথ পাত্র। বিজেপির এদিনের ডেপুটেশনের মূল দাবি ছিল সাতটি। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে প্রশাসনে স্বজন-পোষণ বন্ধ করতে হবে, বিজেপিকে স্বাভাবিকভাবে তাদের দলীয় কর্মসূচি পালন করতে দিতে হবে, ১০০ দিনের কাজে অনিয়ম রুখতে হবে, পলাশপাই খাল কাটাই নিয়ে অনিয়ম বন্ধ করতে হবে।
এদিন ডেপুটেশনের আগে দলের পক্ষ থেকে একটি মিছিলও বার করা হয়। ভিডিওটি পাঠিয়েছেন:শুভেন্দু জানা