এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর-২ ব্লকে কৃষি মেলার উদ্বোধন হলো

Published on: December 18, 2018 । 2:00 PM

কৃষি মেলার উদ্বোধন হলো দাসপুর- ২ ব্লকে৷ মেলা উপলক্ষে আগামী দুই দিন ধরে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের৷ কৃষি বিষয়ক প্রদর্শনি, আধুনিক চাষবাসের প্রযুক্তি নিয়ে পরামর্শ দিতে অনুষ্ঠামঞ্চে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞরা৷ এছাড়াও ক্যুইজ, রন্ধন, বিতর্ক সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই বলেন, কৃষকদের উৎসাহ দিতে অনুষ্ঠান মঞ্চ থেকে ‘কৃতি-কৃষক’ পুরস্কার তুলে দেওয়া হবে৷ কৃষকদের সার্থে সরকারী বিভিন্ন প্রকল্পগুলির সুজোগ পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর৷

বান্টি

▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪