•দাসপুর-২ ব্লকের গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে ওই স্কুলের ছাত্রছাত্রীদের অভিনীত একটি নাটক মন ভরিয়ে দিল এলাকার বাসিন্দাদের। ১ জানুয়ারি(২০১৯) ওই স্কুলের রবীন্দ্র-নজরুল মঞ্চে সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হয়। ওই দিনই সন্ধ্যায় স্কুল পড়ুয়ারা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ‘ভীম বধ’ নাটকটি মঞ্চস্থ করে। নাটকটির অভিনয় ছিল মনোগ্রাহী। নাটকটির পরিবেশনায় ছিল গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিল নবম শ্রেণীর ছাত্র কৌস্তভ কর্মকার(চরিত্র: কালুদা), অষ্টম শ্রেণীর ছাত্র সায়ন কর্মকার (চরিত্র: দুর্যোধন), নবম শ্রেণীর ছাত্র অনুজ মাইতি(চরিত্র:হারাধন), দশম শ্রেণীর ছাত্রী নিশা কর্মকার(চরিত্র: কৃষ্ণ) এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রিয়া কর্মকার(চরিত্র: ভীম)। নাটকের শব্দগ্রহণ করেছিলেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র আশিস কর্মকার, চিত্রগ্রহণে রবীন্দ্র কর্মকার, প্রাক কথনে ওই স্কুলের প্রাক্তন ছাত্রী তৃপ্তি পাল কর্মকার, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র সুব্রত কর্মকার। নাটকটি দেখুন। আপনাদেরও ভালো লাগবে। নাটক সম্বন্ধে মতামত জানতে ফোন করতে পারেন: 9474508555 —এই নম্বরে।