এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে

Published on: November 1, 2018 । 9:39 AM

সৌমেন মিশ্র,দাসপুর:সাতসকালে সিমেন্ট বোঝাই লরি উলটে দুর্ঘটনা। আজ ভোর ৫টা নাগাদ সাগরপুর -ঘণশ্যামবাটী মোরাম রাস্তার পীর তলার কাছে এই দুর্ঘটনা।

একটি বাইককে পাশদিতে গিয়েই সিমেন্ট বোঝাই লরিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। গাড়ির চালক বা খালাসির তেমন কোনো আঘাত না লাগলেও সিমিন্টের বস্তাগুলি নষ্ট হয়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

যানাযাচ্ছে সিমেন্ট বোঝাই লরিটি ঘাটাল-পাঁশকুড়া সড়ক থেকে দাসপুর হয়ে সাগরপুরের ওই রাসস্তায় ঢুকেছিল।

স্থানীয়দের অভিযোগ রাস্তাটি মোরামের এবং এত ভারী যানবাহন চলাচলের আদৌ উপযুক্ত নয়। তবুও এদের অবাধ যাতায়াত।

ছবি ও তথ্য:হাবিব মল্লিক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭