এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে শিক্ষক দিবসের দিনে প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হল

Published on: September 5, 2018 । 6:54 PM

সৌমেন মিশ্র,দাসপুর;শিক্ষিক দিবসে শিক্ষকদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হল দাসপুর খেপুতে। দক্ষিণবাড় জেলেপাড়া জুনিয়র হাইস্কুলের আজকের এই রক্তদান শিবিরে ৩ জন মহিলা রক্তদাতা সহ মোট রক্তদাতা ৩৮ জন। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির একাধিক নেতা নেত্রী এই শিবিরে উপস্থিত ছিলেন।

তথ্য:শ্রীকান্ত ভুঁইঞা।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364