এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে যুবকের আত্মহত্যা! ভিডিও চ্যাটে কেউ ছিল কিনা খতিয়ে দেখবে পুলিস

Published on: June 28, 2019 । 3:45 PM

২৬ জুন সকালে দাসপুর থানার নন্দপুর থেকে উদ্ধার হল বছর ২৫ এর এক যুবকের নিথর দেহ। রবিদাসপুরের নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় চন্ডীদাসের ছেলে জয়দেব দাসের দেহ। বাড়িতে সে একাই ছিল। কর্মসূত্রে বাবা ও মা উভয়েই বাইরে থাকে। জয়দেবও গুজরাটে সোনার কাজ করে। মাসখানেক সে বাড়িতে এসেছিল। ছেলের এই আকস্মিক মৃত্যুর খবরে দিশেহারা মা বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

মৃত জয়দেবের মোবাইলের অবস্থান দেখে মনে করা হচ্ছে মৃত্যকালে জয়দেব কারো সাথে ভিডিও চ্যাটে ছিল।
সম্ভবত প্রণয়ঘটিত কারণের জয়দেব আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের ধারনা।

Join our Whatsapp group

দাসপুর থানার তরফে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিস জয়দেবের মোবাইল খতিয়ে দেখছে। (ছবি ও তথ্য- শ্রীকান্ত ভুঁইঞা)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭