মন্ডপ সজ্যা থেকে প্রতিমা নির্বাচন, অতিথি আপ্যায়ন, কিংবা দেবী বরণ! এ সব কিছুই নিজেদের দায়িত্বে নিপুণ ভাবে সামলান মুসলিম দুই যুবক! দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জ-সুলতাননগর সড়কের কদমখালি উত্তরবাড় ঐক্যতান সংঘের সরস্বতী পুজোর অন্যতম দুই উদ্যোগতা বাবুলাল মল্লিক ও রাকেশ মল্লিক৷ পাঁচ বছর ধরে নিজেদের কাঁধে পুজোর দায়িত্ব সামলে চলেছেন ওই দুই ভাই৷ বছর আঠাশের বাবুলাল রয়েছেন কোষাধক্ষ্যের পদে, আর অপর জন রকেশ ওই পুজোর সংস্কৃতিক কমিটির সম্পাদক৷ সফল ভাবে দুই জনই একই পদে রয়েছেন গত পাঁচ বছর!
এমনই অনন্য নজির তৈরি করে প্রতি বছর পুজোর আয়োজন করে চলেছে দাসপুরের ওই সংঘ৷ সংঘের সদস্য তরুণ শাসমল, সুশান্ত সামন্ত, তাপস শাসমল প্রমুখ বলেন, বাবুলাল ও রাকেশের আমাদের বাল্যবন্ধু৷ প্রতিবছরই পুজোর যাবতীয় কাজে ওদের সক্রিয় অংশগ্রহন থাকে৷ খুব সন্দর ভাবে ওরা নিজেদের দায়িত্ব পালনও করে থাকে৷ বেনাই গ্রামের বাসিন্দা রাকেশ ও বাবুলাল একযোগে জানান, ছোট থেকেই এই পুজোর সাথে আমরা যুক্ত রয়েছি৷ হিন্দু বা মুসলিম এটা মানুষের এক মাত্র পরিচয় নয়! পারস্পরিক সম্প্রীতি রক্ষা করা আমাদের সকলের কর্তব্য৷