এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিজ্ঞান মঞ্চের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল

Published on: December 13, 2018 । 3:51 PM

দাসপুর-২ বিজ্ঞান মঞ্চের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জোতকেশব শ্রীনাথ প্রাথমিক বিদ্যালয়ে৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক কার্ত্তিক চক্রবর্তী,বিভূতিভূষণ প্রামানিক,খগেন্দ্রনাথ মাইতি,যাদব পাত্র প্রমুখ। উপস্থিত ছিলেন এ.বি.টি.এ’র শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক ধ্রুবশেখর মন্ডল।

দাসপুরে ১১ জন মৃৎ শিল্পী হাত লাগিয়ে গড়ছেন ২৮ ফুট কালী মূর্তি

এদিনের সম্মেলনে কমিটি গঠন ছাড়াও সংগঠনের আগামী দিনের পরিকল্পনার একটি খসড়া তৈরি হয়৷ দাসপুর শাখার নতুন সম্পাদক হিসেবে ভারগ্রহন করলেন, কৃষ্ণেন্দু হাজরা,সভাপতি-দীপঙ্কর আলু,কোষাধ্যক্ষ হলেন রবিশংকর মাজী।এছাড়াও ৪১ জনের সাধারণ একটি কমিটি গঠিত হয়৷ আগামী তিন বছর ওই কমিটির মেয়াদ থাকবে৷

মোবাইলে খবর পড়তে এইখানে ক্লিক করুন  Whatsapp

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364