মানুষের সাথে নিবিড় যোগাযোগ রাখতে প্রশাসনের কর্তাদের কাছে আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মতো রাজ্যের বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভাবে চলছে -‘আপনার দরবারে প্রশাসন’ কর্মসূচী৷ আজ ৮ জানুয়ারী দাসপুর-২ ব্লকের আদমপুরে ওই কর্মসূচীতে দেখা গেল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পি.মোহন গান্ধী, ঘাটাল মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান,দাসপুর-২ বিডিও অনির্বান সাউ সহ ব্লক-প্রশাসনের আধিকারীকদের৷ সভায় উপস্থিত মানুষদের হাতে স্পিকার ধরিয়ে দিয়ে সরাসরি সমস্যার কথা শুনলেন জেলাশাসক৷ জব কার্ড, বার্ধক্য ভাতা, রাস্তাঘাট, স্কুলের পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসে বাসিন্দাদের তরফে৷ আধিকারীকেরা কিছু ক্ষেত্রে সাথে সাথেই বাদলে দেন সমাধানের সহজ উপায়৷ ডি.এম, এস.ডি.ও, বিডিও একই সুরে প্রত্যেকেই কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন৷
ওই সভা প্রসঙ্গে দাসপুর-২ ব্লক সভাপতি প্রতিমা দোলুই বলেন, অনেক ক্ষেত্রেই মানুষ সরকারী প্রকল্পগুলিতে কী ভাবে আবেদন করতে হয় তা সঠিক ভাবে জানেন না! তাই সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়৷ সমস্যাগুলি সরাসরি আধিকারিকেরা মনযোগ দিয়ে শুনেছেন ও তাদের সমাধানের উপায় সভাস্থলেই জানানো হয়েছে৷
প্রশাসনিক কর্তাদের এভাবে কাছে পেয়ে খোলামেলা ভাবে নিজেদের দাবী ও অভিযোগগুলি তুলে ধরতে পেরে খুশি সাধারণ মানুষও৷