- দাসপুর দুই ব্লকের খেপুত গ্রামের গৌর মাইতির বাড়ি থেকে ২৭ অক্টোবর গোখুরো সাপটি পাওয়া যায়। গৌরবাবুরা বনদপ্তরে যোগাযোগ করেন। বনদপ্তর আসে সাপটিকে উদ্ধার করতে। বনদপ্তরের কর্মী মলয় ঘোষ বলেন সাপটিকে উদ্ধার করা হয়েছে। সাপটি বর্তমানে সুলতাননগর রেঞ্জ অফিসে রাখা আছে। নিরাপদ স্থানে সাপটিকে ছাড়া হবে।