সৌমেন মিশ্র,রাজনগর:এলাকার মানুষের অনেকদিনের দাবি মেনে তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে শিমুলিয়ার ঘাটের কাছে ঢালটি ঢালাই করা হল।
এলাকাটি কৃষিনির্ভর হওয়ায় নিত্যদিন আশপাশের প্রায় আট দশটি গ্রামের কৃষিজীবী মানুষ তাদের ফসল নিয়ে এই ঢাল দিয়েই ভোররাত থেকে যাতায়াত করেন।
বর্ষায় বৃষ্টির জলে ঠালে ওঠানামাতে বেশ সমস্যা হয়। কিন্তু এখন মজবুত কংক্রিট ঢাল হওয়ায় কৃষক থেকে সাধারণ মানুষ সবাই খুশি।