দাসপুরে এক ঢালাই ঢাল সুগম করল কৃষক থেকে সাধারণ মানুষের যাতায়াত

সৌমেন মিশ্র,রাজনগর:এলাকার মানুষের অনেকদিনের দাবি মেনে তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে শিমুলিয়ার ঘাটের কাছে ঢালটি ঢালাই করা হল।

শিমুলিয়ার ঘাট
সেই নতুন ঢালাই ঢাল

এলাকাটি কৃষিনির্ভর হওয়ায় নিত্যদিন আশপাশের প্রায় আট দশটি গ্রামের কৃষিজীবী মানুষ তাদের ফসল নিয়ে এই ঢাল দিয়েই ভোররাত থেকে যাতায়াত করেন।

বর্ষায় বৃষ্টির জলে ঠালে ওঠানামাতে বেশ সমস্যা হয়। কিন্তু এখন মজবুত কংক্রিট ঢাল হওয়ায় কৃষক থেকে সাধারণ মানুষ সবাই খুশি। 

আরও খবর পড়তে এইখানে ক্লিক করুন  Whatsapp

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।