সুদীপ্ত শেঠ, দাসপুর: সম্প্রীতির বার্তা দিয়ে দাসপুরের মহরম কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে মিটিং করলো প্রশাসনের কর্তারা৷ আজ দাসপুরের মিলন মঞ্চে ওই সভার আয়োজন করা হয়৷ সভায় অংশনেন দাসপুর-১ ও দাসপুর-২ ব্লকের মহরম কমিটির প্রায় ৭০ জন সদস্য৷ সভায় উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞ্যা, ঘাটালের এস.ডি.পি.ও কল্যান সরকার, দাসপুর থানার ওসি সুব্রত বিশ্বাস প্রমুখ৷ সভায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আহ্বান করা হয়৷