দাসপুরের মহরম কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে সভা করল প্রশাসন

সুদীপ্ত শেঠ, দাসপুর: সম্প্রীতির বার্তা দিয়ে দাসপুরের মহরম কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে মিটিং করলো প্রশাসনের কর্তারা৷ আজ দাসপুরের মিলন মঞ্চে ওই সভার আয়োজন করা হয়৷ সভায় অংশনেন দাসপুর-১ ও দাসপুর-২ ব্লকের মহরম কমিটির প্রায় ৭০ জন সদস্য৷ সভায় উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞ্যা, ঘাটালের এস.ডি.পি.ও কল্যান সরকার, দাসপুর থানার ওসি সুব্রত বিশ্বাস প্রমুখ৷ সভায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আহ্বান করা হয়৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।