দাসপুরের গৌরা উপস্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে লাগানো হল অশ্লীল পোস্টার! ওই উপস্বাস্থ্য কেন্দ্রের এক মহিলা কর্মীর নামে আপত্তিকর ওই পোস্টারগুলিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ কে বা কারা ওই পোস্টারগুলি লাগিয়েছে তা স্পষ্ট নয়৷ তবে পোষ্টারের নিচে যুবকবৃন্দ কথাটি উল্লেখ থাকায় ওই কাজ এলাকার অসামাজিক যুবকরাই ঘটিয়ে থাকতে পারে এমনটাই মনে করছে এলাকাবাসীর৷