আজ ৩১ অক্টোবর বিকেলে দাসপুর-২ ব্লকের খানজাপুর রথ তলাতে বিজেপি একটি পথসভা করল। ওই পথ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সহ-সভাপতি রাজকমল পাঠক, রাজ্য কমিটির সদস্য বীরেন্দ্রনাথ পাল, কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে আসা জগন্নাথ গোস্বামী, দলের দাসপুর-২ উত্তর মণ্ডল সভাপতি ভগীরথ পাত্র, ওই মণ্ডলের সাধারণ সম্পাদক রবিকুমার পাত্র প্রমুখ। প্রত্যকটি বক্তাই তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করেন। এরাজ্যে মহিলা ও ছাত্রদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। তাই আগামী দিনে রাজ্যে সুস্থ সরকার গড়তে এখন থেকেই বিজেপির পতাকা তলে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
•ছবিটি পাঠিয়েছেন শুভেন্দু জানা।