বিশেষচাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল প্রাথমিকের নাড়াজোল-২চক্র। ১৮ ডিসেম্বর সমগ্র শিক্ষা অভিযানের সহযোগিতায় ও নাড়াজোল-২ চক্রেরব্যবস্থাপনায় এই চক্রেরই আনন্দগড় প্রাথমিক স্কুলে ৪৪ জন বিশেষ চাহিদা
সম্পন্নশিশুদের নিয়ে অঙ্কন, আবৃত্তি, গান প্রভৃতি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি হল।নাড়াজোল-২ চক্রের স্পেশাল এডুকেটর সত্যজিৎ ভুঁইঞা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।সত্যজিতবাবু বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এধরনের প্রোগ্রামটিনাড়াজোল-২ চক্রে ১৯৮১ সাল থেকে হয়ে আসছে। আনন্দগড় প্রাথমিক স্কুলে প্রধানশিক্ষক প্রলয় বেরা এবং সহ শিক্ষক শ্যামসুন্দর দোলই বলেন, এদিন আবহাওয়া খারাপথাকলেও অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উৎসাহের খামতি ছিল না।