এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তাৎক্ষণিক প্রতিযোগিতায় জেলার প্রথম ঘাটালের অনল

Published on: January 12, 2019 । 1:46 PM

‘ডেমোক্র্যাসি চ্যালেঞ্জ’—এই বিষয়ের ওপর বক্তব্য রেখে জেলায় প্রথম হল ঘাটাল ব্লকের লছিপুর গ্রামের বাসিন্দা অনল চক্রবর্তী।  অনল লছিপুর বীণাপানি হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।  প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ ১২ জানুয়ারি নির্বাচন দপ্তর একটি তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছিল।  অনল জেলাতে  ঘাটাল ব্লকের প্রতিনিধিত্ব করেছিল।  পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অনল প্রথম হয়েছে। এর পর সে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রসঙ্গত অনলের বাবা সোমেশ চক্রবর্তী ঘাটাল ব্লকের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad