নিজস্ব সংবাদদাতা: জেলা স্তরের ফুটবল প্রতিযোগিতায় আবার সেরা হল ঘাটাল শহরের অগ্রণী ক্লাব। পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফাইনাল খেলায় ঘাটাল অগ্রণী ক্লাব মেদিনীপুর সুভাষ কর্ণার ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে। ২টি গোলই করেছেন ঘাটাল অগ্রণী ক্লাবের মহেশ্বর রায়। ম্যান অফ্ দ্য ম্যাচ ঘাটাল অগ্রণী ক্লাবের রাজু মাহাত। ফাইনালে বিজয়ী হয়ে ঘাটাল অগ্রণী ক্লাব আইএফএ’র রাজ্য ফুটবল লিগে খেলবে। আজ ৩১ মার্চ শালবনী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল।