এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

জানুয়ারিতেই আবার হতেপারে নোটবন্দী,এবার কোন নোট? জানালেন তৃণমূলের ব্লক সভাপতি

Published on: January 6, 2019 । 4:17 PM

১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশকে লক্ষ্যরেখে দাসপুর ব্লক তৃণমূলের উদ্যোগে দাসপুরের রাজনগর বাস স্টপে আজ বিকেলে একটি পথ সভা আয়োজিত হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়েই দাসপুর ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার পাত্র জানালেন, আবার নোটবন্দী করতে চলেছে বিজেপি সরকার। আগের বারের নোটবন্দীতে মানুষের দুর্দশার কথা এখনও ভোলেনি মানুষ।

সুকুমার পাত্র,ব্লক সভাপতি(দাসপুর)

তিনি জানান,এক সূত্র মারফৎ জানতে পেরেছেন সম্ভবত জানুয়ারিতেই হতেপারে আবার নোটবন্দী। কিন্তু কোন নোট? তাঁর বক্তব্যেই সে ধোঁয়াশাও দূর করেদেন। তিনি জানান,২০০০ টাকার নোট আবার বাতিল হতে পারে। তবে তিনি আবারও জানান এটা তাঁর কথা নয়। এক গোপন সূত্র থেকে তিনি এই খবর পেয়েছেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now