সুদীপ্ত শেঠ, চাঁইপাট: ছাত্রছাত্রীদের সার্থে পুজোর ছুটির মধ্যেই স্কুল খোলা রেখে স্বাভাবিক পঠন-পাঠন চলছে দাসপুরের চাঁইপাট উচ্চ বিদ্যালয়ে৷ সংবাদপত্রে যখন বিনা কারনে স্কুল বন্ধ রেখে কিংবা স্কুল খুলেও নির্ধারিত সময়ের আগে ছুটি ঘোষনা করে একাধিকবার বিতর্ক তৈরি হতে দেখা গিয়েছে, তখন দাসপুরের ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন খোদ অভিভাবকেরা৷ চলতি বছর বর্ধিত গরমের ছুটির কারনে পঠনপাঠন বন্ধ থাকায় বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল ছাত্রছাত্রীদের৷ গরমের ছুটি শেষ হওয়ার পরে ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালন সমিতি যৌথ ভাবে ছুটির দিন প্রতি রবিবার ক্লাস করার সিদ্ধান্ত নেয়৷ সেই মত প্রতি রবিবার ক্লাস নিচ্ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা৷ বাদ নেই পুজোর ছুটিও, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পঠন-পাঠন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে৷ স্কুলের প্রধান শিক্ষক অরুণকুমার পাল বলেন, ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা ভেবে পুজোর ছুটিতে স্কুল খোলা রেখেছি৷ স্কুলের সহকারী শিক্ষক গনেশ মাইতি, অমিতকিরন বন্দোপাধ্যায়,সুমন সোরেন প্রমুখ একই সুরে বলেন, [quote style=’1′ cite=”]ছাত্রছাত্রীদের আগ্রহ আমাদের স্কুলে আসতে বাধ্য করেছে৷ ছুটিতে ব্যক্তিগত বিভিন্ন পরিকল্পনাগুলি বাতিল করেই আমরা ছুটিতেও নিয়মিত স্কুলে আসছি৷[/quote]
ছাত্রছাত্রীদের আগ্রহ আমাদের স্কুলে আসতে বাধ্য করেছে৷ ছুটিতে ব্যক্তিগত বিভিন্ন পরিকল্পনাগুলি বাতিল করেই আমরা ছুটিতেও নিয়মিত স্কুলে আসছি৷
স্কুল খোলা থাকায় খুশি ছাত্রছাত্রীরাও৷ তাঁদের বক্তব্য, একটানা বাড়িতে বসে পড়াশুনোয় ডিলামি আসতে পারতো! স্কুল খোলা থাকায় আসন্ন পরীক্ষার প্রস্তুতি সুন্দরভাবে নিতে পারছি৷