চন্দ্রকোণায় মকর সংক্রান্তিতে ১০০টি হাঁড়িতে করে ক্ষীরভোগ রান্না করা হয়

সুমন মণ্ডল: চন্দ্রকোণার ঘোষকিরার বাসিন্দারা মেতে উঠলেন রাজবল্লভী রাজেশ্বরীর পুজোয়। সারা বছরই ওই গ্রামের মানুষজন প্রতীক্ষায় থাকেন আজকের এই  মকর সংক্রান্তির দিনটির জন্য। এদিন গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা  নতুন পোশাক পরে গ্রামের রাজবল্লভী রাজেশ্বরীরে মন্দিরে আসেন। মেতে ওজেন পুজোর কাজে। পশ্চিম মেদিনীপুর জেলার এই প্রত্যন্ত গ্রাম সহ পাশাপাশি গ্রামের বাসিন্দাদের পরম্পরার একটি বিশ্বাস রয়েছে, রাজবল্লভী রাজেশ্বরীদেবী প্রত্যেকের মনস্কামনা পূরণ করে দেন। তাই সবাই ভক্তি ভরে এই দেবীর পুজো করেন। এই দিনটিতে মন্দিরে ১০০টি হাঁড়িতে করে ক্ষীরভোগ রান্না করা হয়। ব্রাহ্মণরা পুজো এবং রান্নাতে হাত লাগালেও সহযোগিতায় থাকেন   আশেপাশের মানুষ জন। মকর সংক্রান্তির রাজবল্লভী রাজেশ্বরীর পুজো দেখার জন্য ভগবন্তপুর-১ গ্রামপঞ্চায়েত ছাড়াও চন্দ্রকোণা থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে ধর্মপ্রাণ মানুষ ভিড় করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!