এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

চন্দ্রকোণার মাংরুল হাইস্কুলে পরীক্ষার খাতা না দেখেই ডাস্টবিনে ফেলে দেওয়া হল

Published on: June 14, 2019 । 6:10 PM

নিজস্ব সংবাদদাতা: পড়ুয়ারা কষ্ট করে পরীক্ষা দিল। সেই খাতা না-দেখেই শিক্ষক-শিক্ষিকারা আবর্জনার স্তূপে ফেলে দিলেন। এমনই ঘটনা ঘটেছে চন্দ্রকোণা-১ ব্লকের মাংরুল বিশ্বেশ্বর হাইস্কুলে। ফলে আজ ১৪ জুন স্কুলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা।


https://www.youtube.com/watch?v=P_oannOoVAo&feature=youtu.be


স্কুল সূত্রে জানা যায়, ২০১৮ সালের নভেম্বর মাসে ওই স্কুলের একাদশ শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষা হয়। ওই পরীক্ষার ইংরেজি খাতা দেখার দায়িত্বে ছিলেন তাপসী বন্দ্যোপাধ্যায় আর ভূগোলের দেখার কথা ছিল প্রকাশ ঘোষালের। ওই দুজনেই তাঁদের নিজে নিজের দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। না-দেখা খাতা ১২ জুন স্কুলেরই আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল।

পারিবারিক সমস্যা হতেই পারে। শিক্ষক-শিক্ষিকারা স্কুলে চাকরি করেন। তাঁদের মহান দায়বদ্ধতা রয়েছে। অভিভাবকদের প্রশ্ন, স্কুলে যোগদান করার পরও কি সেই খাতা দেখা হয়েছে কিনা তার খোঁজ নিতে পারতেন না তাঁরা। খাতা দেখার ইচ্ছে ছিল না বলেই ওই শিক্ষক ও শিক্ষিকা বিষয়টি নিয়ে আর খোঁজ নেননি।
বিস্তারিও খবর ওই ভিডিওটিতে পাওয়া যাবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now