বালি তুলা নিয়ে আবার উত্তাল চন্দ্রকোণা-২ ব্লকের নিশ্চিন্দীপুর। আজ ৫ জানুয়ারি ওই গ্রামে কৃষ্ণপুরের ট্রাকটরগুলি শিলাবতী নদী থেকে বালি তুলতে গেলে ওই এলাকার কেশেডাল, ঈশনগর, পাঁচামী, নিত্যানন্দপুরের গ্রামবাসীরা বাধা দেন। গাড়ি ঘিরে পথ আটকে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতার চাপে অবশ্য ট্রাকটরগুলি পালিয়ে যায়।
এদিকে অবৈধভাবে বালি তোলা বন্ধ করায় কিছু মানুষের স্বার্থে আঘাত লাগার ফলে তারা বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ফলে এলাকার বাসিন্দারা নিরাপত্তার অভাববোধ করছেন।
চন্দ্রকোণার ওই সমস্ত এলাকায় বালি তোলা নিয়ে বার বার উত্তেজনা দেখা গেলেও প্রশাসন এবিষয়ে উদাসীন বলে অভিযোগ।