এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কের খুকুড়দহে পথ দুর্ঘটনা! গুরতর জখম ২

Published on: May 27, 2019 । 8:31 AM

সাতসকালেই আবার ঘাটাল পাঁশকুড়া সড়কে দুটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে ঘাটাল-পাঁশকুড়া সড়কের খুকুড়দহে এই পথ দুর্ঘটনাটি ঘটে। ট্রাক দুটির একটি পাঁশকুড়া এবং অন্যটি ঘাটালের দিক থেকে আসছিল।

সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েই দুটি ট্রাক একেবারে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। উভয় গাড়ির চালক এই দুর্ঘটনায় গুরুতর আহত,তাদেরকে পীতপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে স্বাভাবিক যানচলাচল ব্যাহত হলেও পরে পুলিস ঘটনাস্থলে পৌঁছলে যান চলাচল স্বাভাবিক হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭