এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে ভোররাতে বরযাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে

Published on: April 18, 2019 । 1:02 PM

ভোররাতে ঘাটাল পাঁশকুড়া সড়কে আবার পথ দুর্ঘটনা! ঘাটাল পাঁশকুড়া সড়কের বৈকুন্ঠপুর তালতলার কাছে বরযাত্রী বোঝাই একটি বাস ও মাল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা বলে জানাগেছে। দুর্ঘটনায় প্রায় ১৫ জন আহত হন। আহতদের দাসপুর ও ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর কয়েকজন আহতকে ছেড়ে দেওয়া হলেও ঘাটাল হাসপাতালে ৭ জনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ৪ জন মহিলা ও দুর্ঘটনা গ্রস্থ বাসের খালাসীও আছেন।
বুধবার রাত আড়াইটার পর এই পথদুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘাটাল-গোপীগঞ্জ রুটের বাসটি দাসপুর নিশ্চিন্দিপুর থেকে কেশপুরে একটি বিয়েবাড়িতে গিয়েছিল। রাতে ফেরার পথে এই দুর্ঘটনা। দাসপুর পুলিস মালবোঝাই লরিটিকে আটক করেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭