ঘাটাল কলেজ অফ এডুকেশন ও ঘাটাল কনভেন্ট স্কুলের যৌথ উদ্যোগে আজ ১৬ জুলাই সূচনা হল বৃক্ষরোপণ কর্মসূচীর।
এই কর্মসূচীতে অংশগ্রহন করতে দেখা যায় ঘাটাল কলেজ অফ এডুকেশনের বি এড, ডি এল এড ও ঘাটাল কনভেন্ট স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা,অধ্যাপক-অধ্যাপিকা ও অধ্যক্ষদের।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










