নিজস্ব সংবাদদাতা: প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ঘাটালে পথ অবরোধ। ঘাটাল শহরের কুশপাতা ফাঁড়ি এলাকার একটি প্রসূতি ও তাঁর সদ্যোজাত সন্তানকে বিনা চিকিৎসায় মেরে দেওয়ার অভিযোগে ১৫ মার্চ বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘাটাল-রানিচক রাস্তা বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করা হয়। পীরতলা ফাঁড়ির সামনে ওই অবরোধটি বেশ কিছুক্ষণ চলার পর পুলিস অবরোধ তুলে দেয়।
অবরোধকারীদের অভিযোগ, কুশপাতার বাসিন্দা সরিফুল মল্লিকের স্ত্রী আইসা জুলেখা প্রসব বেদনা নিয়ে ১৩ মার্চ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন। তাঁর কোনও রকমই চিকিৎসা করা হয়নি। চিকিৎসার অভাবেই আইসা জুলেখা ও তাঁর সদ্যোজাত সন্তান ১৪ মার্চ বিকেলে মারা যান। স্থানীয় বাসিন্দা মুজিদ আলি বলেন, চিকিৎসকেরা ন্যূনতম চিকিৎসা করেননি। তাই প্রসূতির মৃত্যু হয়েছে। যদিও পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্যস্বাস্থ্যাধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা বলেন, প্রাথমিক ভাবে যতটুকু জানা গিয়েছে চিকিৎসার কোনও রকম গাফিলতি হয়নি। তবুও বিষয়টির তদন্ত করে দেখা হবে।