ঘাটালে তৃণমূলের পথসভার গাড়িতে বিজেপির হামলার অভিযোগ

মনসারাম কর:তৃণমূলের গাড়ির ওপর হামলা। ১৭ জুলাই সন্ধ্যায় ঘাটাল-ক্ষীরপাই সড়কে পথ অবরোধ করে তৃণমূল। ২১ জুলাই ধর্মতলার সভাকে লক্ষ্য করে আজ ঘাটালের বরদা চৌকানে তৃণমূলের পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয়। তৃণমূলের অভিযোগ, ওই সভার শেষে দলীয় কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখনই বিজেপির কর্মীরা গাড়িগুলির ওপর লক্ষ্য করে হামলা চালায়। তারই প্রতিবাদে ওই অবরোধ। যদিও বিজেপির পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
প্রসঙ্গত আজকের তৃণমূলের ওই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, ঘাটাল বিধানসভার বিধায়ক শঙ্কর দোলই, তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি প্রমুখ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।