তৃণমূল নেতা অরূপ রায় কি তৃণমূল ছাড়তে চলেছেন? সম্প্রতি দলের কাজে বীতশ্রদ্ধ খড়ার পুরসভার ভাইস চেয়ারম্যান অরূপবাবু এরকমই ইঙ্গিত দিলেন। তিনি বলেন, গোপাল কারকের মতো পোড় খাওয়া রাজনীতিবিদকে ঘাটাল পঞ্চায়েত সমিমিতর কর্মাধ্যক্ষের কোনও পদ দেওয়া হল না। অসময়ে প্রতিকূলতার মধ্যে যাঁরা দল করেছেন তাঁদেরকে দলের পক্ষ থেকে সুকৌশলে সরিয়ে দেওয়া হচ্ছে। অথচ যাঁরা দলে সুদিনে দলে প্রবেশ করেছেন তাঁদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সম্মান দেওয়া পালা চলছে। এই সিস্টেম আমাকে আর ভালোলাগছে না। বিষয়টি আমি দলের নেতাদেরও জানিয়েছি। সেই জন্যই এই সিদ্ধান্ত।