এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই জাড়ায় ভয়াবহ পথ-দুর্ঘটনার কবলে দীঘা গামী যাত্রী বোঝাই বাস!

Published on: July 1, 2019 । 4:11 PM

সোমবার দুপুর প্রায় দেড়টা নাগাদ ঘাটালের ক্ষীরপাই আরামবাগ সড়কে এক ভয়াবহ পথদুর্ঘটনা আহত ২২ জন বাসযাত্রী। গুরুতর আহত এক লরি চালক। জানা গেছে আরামবাগের দিক থেকে আসা যাত্রীবাহী দীঘা আরামবাগ বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা।

ঘটনাটি ঘটেছে জাড়া ভীমচকে। ঘটনায় গুরুতর জখম হন লরির চালক। তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে ক্ষীরপাই এবং পরে ঘাটাল হাসপাতালে আনা হয়েছে। স্থানীয়দের থেকে জানাগেছে বাসের মধ্যেকার ২২জন যাত্রী কমবেশি আহত হয়েছেন,তাদের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা চলছে।

Join our Whatsapp group

ধারণা করা হচ্ছে সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে থেকে আসা লরিটির সামনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা। পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ঘনাস্থলে চন্দকোণা পুলিস পৌঁছেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now