লোক সভা নির্বাচন দোর গড়ায়। যুযুধান রাজনৈতিক দলগুলো এখন ঘাটাল লোকসভা কেন্দ্রের অলিতে গলিতে তাদের নির্বাচনী ইস্তেহার নিয়ে। সব দলের কথা শুনে আপনি ভোট দেবেন। কিন্তু জানেন কি, এবারে ভোট কক্ষের ভোট মেসিনে আমূল পরিবর্তন এসেছে? ভোটাধিকার প্রয়োগ মাত্রই আপনি স্ক্রিনে দেখতে পাবেন আপনার পছন্দের প্রার্থীকেই আপনার ভোট দিলেন কিনা।
নির্বাচন দপ্তরের পক্ষে এখন ভোটারদের মধ্যে সে ব্যবস্থাই খুঁটিয়ে দেখানো হচ্ছে ঘাটাল লোক সভা এলাকার প্রতিটি বুথে বুথে।
নির্বাচন দপ্তরের কর্মীদের সাথে কথা জানা গেছে,
নির্বাচনী বুথে প্রবেশ করে ভোট দান কম্পার্টমেন্টে যাওয়ার সাথে সংশ্লিষ্ট পিসাইটিং অফিসার ব্যালট ইউনিট সক্রিয় করবেন।
ইভিএমের মেশিনে সবুজ আলো জ্বলে উঠার সাথে সাথেই বুঝতে হবে মেশিন ভোট গ্রহনের জন্য প্রস্তুত।
এবার প্রার্থীদের নামের তালিকা ও চিহ্ন দেখে ভোটার পছন্দের প্রার্থীর নাম ও প্রতীকের পাশে থাকা নীল বোতামে চাপ দেবেন।
নীল বোতামে চাপ দেওয়ার সাথে দেখেনিতে হবে পছন্দের প্রার্থী ও চিহ্নের পাশে থাকা লাল আলো জ্বলে উঠল কিনা।
এবার ব্যালট মেশিনের পাশে থাকা মেশিনটি দেখতে হবে। এই মেশিনেরই নাম ভি ভি প্যাড বা ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল।
এই মেশিনের স্ক্রিনে দেখাযাবে,স্লিপ আকারে যাকে ভোট দেওয়া হল তাঁর ক্রমিক সংখ্যা ও চিহ্নের ছবি বেরিয়ে আসবে। এই স্লিপ টি ৭ সেকেন্ড পর্যন্ত থাকবে তারপর স্লিপ্টি সয়ং ছিঁড়ে নিচের ড্রপ বক্সে জমা হবে।
নির্বাচন দপ্তরের নতুন এই ব্যবস্থায় এবার থেকে ভোটাররা জানতে পারবেন তাঁর কাকে ভোট দিলেন।