ইমারতি দ্রব্য রাস্তার দুই ধারে রাখা যাবে না, ঘোষনা ব্লক প্রশাসনের

সুদীপ্ত শেঠ, দাসপুর: দ্রব্যের রমরমা ব্যাবসায় ঘাটাল মহকুমার রাস্তাগুলির দুই ধার কার্যত ব্যাবসায়ীদের দখলে৷ ইট,বালি, স্টোন চিপ্স স্তুপাকারে জমে থাকায় নিত্যদিন সমস্যায় পড়তে হয় গাড়ি চালক থেকে পথচলতি মানুষকে৷ পুজোর আগে দাসপুরের রাস্তাগুলির দুই ধার দখল মুক্ত করতে অভিযানে নামবে দাসপুর থানা সহ ব্লক প্রশাসন৷ সেই মতো দাসপুরের বিভিন্ন স্থানে মাইক প্রচার করে ব্যাবসায়ীদের সতর্ক করা হচ্ছে৷ উল্লেখ্য, এর আগেও এমন অভিযান চালানো হয়েছিল,কিন্তু অভিযান শেষ হতে না হতেই অবস্থা আবার যেই কে সেই৷ এখন দেখার প্রশাসনের এই প্রচারের পরে ওই সকল ব্যাবসায়ীদের ঘুম ভাঙে কী না!

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।