ঘাটাল মহকুমা শহরে ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ঘাটাল পুরসভার রাজীব গান্ধী পৌর নিলয়ে ৩১ অক্টোবর ওই রক্তদান শিবিরে কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর নিলয়ে এদিনের আলোচনা সভায় ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা শশধর মণ্ডল,অশোক সেনগুপ্ত, রঞ্জিত বেরা, ডলি রায়, সুপ্রিয় বেরা প্রমুখ। এদিন কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় হয় বলে কংগ্রেসের ঘাটাল টাউন ব্লকের সভাপতি শশধর মণ্ডল জানান।